রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

রাশিয়ার বাহিনীকে আইএসের সঙ্গে তুলনা জেলেনস্কির!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রুশ বাহিনীর অভিযানকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই’র কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন।

শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। শুক্রবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনে রুশ সেনাদের অভিযান ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মতই।

রুশ বাহিনীর বিরুদ্ধে মেলিটোপোলের মেয়রকে জিম্মি করা এবং শুক্রবার ওই শহর থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম দ্রুত হ্রাস পাওয়ার অভিযোগ তোলার পরই এ মন্তব্য করলেন জেলেনস্কি। এ সময় তিনি আবারও সব ইউক্রেনীয়কে রাশিয়ানদের প্রতিহত করার আহ্বান জানান। আবেদন করেন রাশিয়ান মায়েদের কাছেও।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x