মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজী ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন। আজ শনিবার বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দিবস উদযাপন করা হয়। ভোরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিবসটির তাৎপর্য্য তুলে ধরে বিশেষ আলোচনা, সম্মাননা প্রদান ও শিশুকিশোরদের পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সম্মাননা প্রদান করা হয় শান্ত নিবাসের প্রজেক্ট ডিরেক্টর বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসির উদ্দিনকে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট এন্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান ও গভর্মেন্ট এন্ড পলিটিকস্ বিভাগের প্রধান অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ ও ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্ট্যাডিজের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল হালিম শেখ ও জনসংযোগ পরিচালক সঙ্গীত শিল্পী লিলি ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দিবসটির তাৎপর্য অনুযায়ী শান্ত-মারিয়াম একাডেমী ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের শিক্ষার্থীরা মনোজ্ঞ দেশাত্ববোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ।