বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিশু একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ শিশু একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। অনুষ্ঠানে দুজন শিশু বক্তা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখে।

প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জাতির পিতা ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেন। জাতির পিতার ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম। এর পর নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বিজয়।

তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল উন্নত- সমৃদ্ধ দেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আগেই শিশুদের জন্য উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। জাতির পিতার জীবন ও আদর্শ বুকে ধারণ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x