শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

এক সঙ্গে ১০ লাখ মুসল্লি সুযোগ পাচ্ছেন হজের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর এবার একসঙ্গে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে। এ বছর পবিত্র হজ পালনের
এই সুযোগ দেবে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আজ শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির এ ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

কোভিড পরিস্থিতির কারণে গত বছর মাত্র ৫৮ হাজার ৭৪৫ জনকে (সৌদিতে বসবাসরত) হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। করোনা মহামারির আগে এ সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ।

প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাদের করোনার পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এছাড়া হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। হজ পালনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x