শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৩

নিউজটি শেয়ার করুন

সড়কে মৃত্যুর মিছিল যেনো কিছুতেই থামছে না। প্রতিদিনই মারা যাচ্ছেন কেউ না কেউ এবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। এছাড়া এক পথচারীকে চাপা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে ঘটনা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

এর আগে, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনিতে সাকিল আহমেদ রাজু (৩২) ও রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর এলাকায় রানা মিয়া (১৮) নামের দুইজন পথচারী নিহত হন।

জানা যায়, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল চাপায় সাকিল আহমেদ রাজু নিহত হন। এ সময় মোটরসাইকেলটির দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজু ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।
এছাড়া রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় রাস্তা পারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় রানা মিয়া (১৮) নামের এক পথচারীর নিহত হয়েছেন। পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x