শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

তিন বিভাগে ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে যশোর ও কুষ্টিয়া অঞ্চলেও ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শাহীনুল ইসলাম বলেন, দুই বিভাগে ও যশোর-কুষ্টিয়ার কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হলেও বেশি পরিমাণে হবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। আগামী তিন দিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x