শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

তরুণদের বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ করতেই হবে: স্পিকার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরি এমপি’র সঙ্গে বৈঠক করেন ‘বাংলাদেস পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং’। এসময় জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব এবং এ বিষয়ে সংসদ সসস্যবৃন্দের করণীয় তুলে ধরা হয়।

স্পিকার বলেন, তরুণদের বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ করতে হবে। নয়তো দেশের ‍যুব সমাজ নষ্ট হয়ে যাবে।

বৈঠকে পার্লামেন্টারি ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি, শিরিন আখতার এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, এডভোকেট সৈয়দা রুবিনা আক্তার এমপি এবং অপরাজিতা এমপি।

উল্লেখ্য, ‘স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন’, পার্লামেন্টারি ফোরামের সচিবালয়ের দায়িত্ব পালন করে থাকে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x