বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

মাঠ রক্ষার দাবি: আটকের পর মা-ছেলেকে ছাড়ে পুলিশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে (১৭) গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রবিবার সকালে ওই মাঠে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে এর প্রতিবাদ জানানোর সময় তিনি ও তাঁর ছেলেকে আটক করা হয়। এর আগে সকালে পুলিশ বলেছে, কলাবাগান থানা ভবন নির্মাণকাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

১৭ বছর বয়সী শিক্ষার্থী ও সমাজকর্মী মাকে আটক করলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে সমালোচনা শুরু হয়। পরে রাত ১২টার দিকে মুচলেকা নিয়ে দুজনকে ছেড়ে দেয় পুলিশ। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

কলাবাগান থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) মো. মিজান কালের কণ্ঠকে বলেন, ‘দুজনকে থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ওসি বলতে পারবেন।

গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর পান্থপথে কনকর্ড টাওয়ারের সামনে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে ‘কলাবাগান এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধনে স্থানীয় শিশু-কিশোর ও এলাকাবাসী অংশ নেয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x