শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

সাগরদাঁড়ীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মাঝে ভাতার কার্ড বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ১ হাজার ১ জনের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মক্তোর সভাপতিত্বে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে ৫৪৮ জন বয়স্ক, ৪২৮ জন বিধবা ও ২৫ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব অপূর্ব কুমার পাল, সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফারুক হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আব্দুস সালাম, আওয়ামী লীগনেতা আব্দুল কাদের, প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান, জিয়ামত আলী, নুর ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, হুমায়ুন কবরি টিনু, সবুর শেখ, সুভাষ দেবনাথ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শরিফা খাতুন, মুক্তা পারভীন, হাচিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে নিজহাতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ১ হাজার ১ জনের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মক্তো।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x