রবিবার, ১১ জুন ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

গণকর্মচারী ঐক্য পরিষদ: বেতন বৈষম্য দূর না করলে পহেলা জুলাই থেকে গণকর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২

নিউজটি শেয়ার করুন

আগামী বাজেট অধিবেশনে বেতন বৈষম্য দূরীকরণে আল্টিমেটাম দিয়েছে গণকর্মচারি ঐক্য পরিষদ। অধিবেশনে বেতন কমিশন গঠনসহ তাদের পাঁচদফা দাবির দৃশ্যমান পদক্ষেপ গ্রহন না করলে আগামী ১ জুলাই থেকে সারাদেশে লাগাতার গণকর্মবিরতির হুশিয়ারী দিয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুশিয়ারি উচ্চারন করেন পরিষদের প্রধান সমন্বয়ক নোমানুজ্জামান আল আজাদ।

তিনি বলেন, অবিলম্বে ১০ ধাপে বেতন নির্ধারণ কমিশন গঠন, অন্তবর্তী ব্যবস্থায় ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধিসহ সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে।

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সেলিম রেজার সঞ্চালনায় বক্তব্য দেন মো. ছালজার রহমান, বাদল খান, কামরুল আহসান, বদরুল আলম সবুজ, মো. নুরুন্নবী, মোঃ মানিক মৃধা প্রমুখ।

সভায় নোমানুজ্জামান আল আজাদ বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দুর্বিসহ অবস্থায় গণকর্মচারীদের জীবন সীমাহীন আর্থিক সংকটে পড়েছে। তিনি অন্তবর্তী ব্যবস্থায় ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধি, ১০ ধাপে বেতন নির্ধারণ সহ ৫ দফা মেনে নেওয়ার জন্য ১৫ লক্ষ গণকর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x