শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংসদীয় কমিটির সদস্যদের ধর্ম বিষয়ক সকল জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১১

নিউজটি শেয়ার করুন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সকল জাতীয় অনুষ্ঠানে যেতে আগ্রহী সংসদীয় কমিটির সদস্যরা। এজন্য সকল অনুষ্ঠানে কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সভাপতির অনুপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান রিমন, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আসন্ন হজ-২০২২ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং সুষ্ঠুভাবে হজ কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। কমিটির পক্ষ থেকে হজ কার্যক্রমে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x