শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

লোড শেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪

নিউজটি শেয়ার করুন

জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে ঢাকা মহানগরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। গতকাল ঢাকা মহানগর উত্তর রাজধানীর বাড্ডায় এই কর্মসূচি পালন করে। বাড্ডার ওভার ব্রীজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

পরে ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানী খাতে সীমাহীন অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। সরকার নানা অজুহাতে প্রতিদিন একঘন্টা করে লোডশেডিং-এর ঘোষণা দিলেও তা এখন ভয়াবহ রূপ নিয়েছে। ফলে সারাদেশে ইতোমধ্যেই গণদুর্ভোগ শুরু হয়েছে। তিনি বিদ্যুৎ ও জ¦ালানী খাতে দুর্নীতি বন্ধ করে অবিলম্বে সারাদেশে নিরবি”িছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, মহানগর নেতা মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দীন মানিক, হেমায়েত হোসাইন, জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x