শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ পরিবারের বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

নিউজটি শেয়ার করুন

গতকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির এই বিজয়ের দিনটি নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করেছে এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ পরিবার।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে জুমার নামাজ আদায়ের পর সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে এসে জড়ো হন এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ শাখার কর্মকর্তাগণ। এরপর যশোদলের বড়ইতলা বধ্যভূমিতে যান সবাই। সেখানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বিকেলে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মেডিকেল কলেজ প্রাঙ্গণে সৈয়দ নজরুল ইসলামের মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন করে এনআরবিসি ব্যাংক কিশোরগঞ্জ পরিবার।

পুরো কার্যক্রমে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জ এরিয়া ইনচার্জ রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ব্রাঞ্চের ইনচার্জ সৈয়দ সায়েমুর রহমান, কটিয়াদি ব্রাঞ্চের ইনচার্জ ইলিয়াস রায়হান, ভৈরব ব্রাঞ্চের ইনচার্জ মাসুদুল হক, নান্দাইল ব্রাঞ্চের ইনচার্জ আসিফ সারোয়ার, হোসেনপুর ব্রাঞ্চের ইনচার্জ দিদারুল আলম, করিমগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ মিজানুর রহমান, তাড়াইল ব্রাঞ্চের ইনচার্জ রাকিবুল হাসান, মিঠামইন ব্রাঞ্চের ইনচার্জ সাজন মিয়া, কুলিয়ারচর ব্রাঞ্চের ইনচার্জ আবু সায়েম। এছাড়া আয়োজনটিতে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী। কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও অংশগ্রহণ করেছিলেন এই আয়োজনে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x