শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সড়কে গাছ কাটা বন্ধ করে চারা লাগানোর দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিউজটি শেয়ার করুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগকৃত ঠিকাদার কর্তৃক রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ সড়কে গাছ কেটে সড়কদ্বীপের উন্নয়ন করা হচ্ছে। কয়েক সপ্তাহ যাবৎ ধানমন্ডি সাতমসজিদ সড়কের সড়কদ্বীপ উন্নয়নের নামে আবাহনী মাঠের বিপরীতে স্টার কাবাব থেকে জিগাতলা পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ কেটে ফেলা হয়েছে তাই গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেন এলাকাবাসীরা। আজ মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে অবস্থিত আবাহনী মাঠের বিপরীতে ‘সাতমসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গাছ কেটে কোনো উন্নয়ন হয় না, গাছ ও মানুষ সবাইকে নিয়ে গাছবান্ধব নগর পরিকল্পনা তৈরি করতে হবে। অবিলম্বে গাছ কাটা বন্ধ করে কাটা গাছের স্থানে ৭ দিনের ভেতর দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করতে হবে।’

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শারমীন মুরশিদ, ড. মুজিবুর রহমান হাওলাদার, সৈয়দা রিজওয়ানা হাসান, শরীফ জামিল, কাজী সুফিয়া আখতার ও আমিরুল রাজিব সহ ধানমন্ডি এলাকার বাসিন্দারা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x