শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

ক্ষমা চাইলেন সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৬

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা ভিড় জমিয়েছিলেন। সভার পর ব্রিফিংয়ের আগমুহূর্তে সাংবাদিকরা বুম ও মোবাইল নিয়ে প্রস্তুত হচ্ছিলেন।

সেই সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একটি বেফাঁস মন্তব্য করেন যা রেকর্ড হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বাফুফে সভাপতি।

সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করার আগে সালাউদ্দিন বলছিলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে (হাসি)? এটা ম্যান্ডাটরি, বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

ব্রিফিংয়ের বক্তব্য মিলিয়ে নেওয়ার সময় সাংবাদিকরা সালাউদ্দিনের এই আপত্তিকর মন্তব্য শুনতে পান। এরপর এই মন্তব্যের ব্যাখ্যা জানতে সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নাবিলের (সহ-সভাপতি) সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা জোক ছিল। সাংবাদিকদের উদ্দেশ্যে এটা বলিনি।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x