বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন হওয়ার কোনো ধরনের দরকার নেই: ঢাবি শিক্ষক

ঢাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩

নিউজটি শেয়ার করুন

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষক সমিতি আয়োজিত “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে মানববন্ধন” এ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, গত পাঁচ বছর মহা দুর্যোগ, করোনা দুর্যোগের মধ্যদিয়ে দেশ চলেছে। দেশের অর্থনীতি, দেশের সমস্ত জায়গায় আমরা যে কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছি বিশ্ববাসীর সাথে তা কেউ অস্বীকার করতে পারবে না। সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সুশীল সমাজ, রাজনৈতিক দল সবার কাছে আকুল আবেদন জানাই যে আগামী ৬ মাস পর যে জাতীয় নির্বাচন। যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু আমি মনে করি, প্রাকৃতিক দুর্যোগ, করোনা দুর্যোগ এই কারণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নাই, কোনো ধরনের দরকারও নেই।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইচ্ছে করলে এই জাতীয় সংসদের মেয়াদ, এই সরকারের মেয়াদ আরো পাঁচ বছরের জন্য মহা দুর্যোগকে কারণ দেখিয়ে জাতীয় সংসদকে আবার আপনি বাড়িয়ে নিতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ করোনা দুর্যোগের কারণে দুই বছর জাতীয় সংসদ ঠিকমতো কাজ করতে পারে নাই। করোনা দুর্যোগের কারণে এই সরকার, জনগণ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কেও ঠিকমতো কাজ করতে পারে নাই। দেশ সঠিকভাবে পরিচালিত হয় নাই। যেই ধরনের পরিস্থিতিতে আমরা সামাজিক, অর্থনৈতিক বিভিন্নক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেই সময়ে এই ধরনের জাতীয় সংসদের নির্বাচনের নামে হানাহানি, হত্যার হুমকি দিচ্ছে, এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনের কোনো বাধ্যবাধকতা সরকারের, জনগণের নাই।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x