শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

ভোট ডাকাত ভোট চোরদের অধীনে নির্বাচন হবে না: আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩

নিউজটি শেয়ার করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভোট ডাকাত ও ভোট চোরদের অধীনে কোনো নির্বাচন হবে না। যদি হয় তাহলে তা প্রতিহত করা হবে। ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি আশা করি আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাধিক আসনে জয়লাভ করে করবে। এ কথা কেন বললাম, গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন একজন মহিলা,যিনি স্কুলে যাননি, তিনি জয়লাভ করেছেন। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি যদি কলাগাছও নমিনেশন দেয়া হয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হবে।

তাই, সেদিন আর বেশি দূরে নয় যে দেশে গনতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেন আবদুল আউয়াল মিন্টু।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মাহবুবুল হক নান্নু, রফিকুল ইসলাম জামাল প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x