শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের মানবন্ধনে ছাত্রলীগের বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩

নিউজটি শেয়ার করুন

গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত দ্রব্য ম্যুলের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রলীগ এর সেক্রেটারী রাহেল সিরাজের নেতৃত্বে বাধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।গণঅধিকার পরিষদের সভাপতি নাইম লস্কর এর সভাপতিত্বে এবং যুব অধিকার পরিষদ এর সাবেক সদস্য সচিব জোবায়ের আহমদ তোফায়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার কেন্দ্রীয় কমিটির যুগ্নআহবায়ক নাজমুস সাকিব বলেন- পিয়াজের দাম ৪০ থেকে ৮০ টাকা, চিনির দাম ৫০ থেকে ১৫০ টাকা হইছে, আদা ২৮০ টাকা হইছে কিন্তু শ্রমিকের মজুরী দ্বিগুণ হয় নি, চাকুরীজীবির বেতন বৃদ্ধি পায় নি।

গণঅধিকার পরিষদ এর সিলেট জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন বলেন, সরকারের পায়ের নিচে মাঠি নেই, মিত্র দেশগুলা পাশে থেকে সরে যাচ্ছে। ভোটারবিহীন সরকার আর বেশিদিন ঠিকতে পারবে না।

সভাপতির বক্তব্যে নাইম লস্কর বলেন, দ্রব্যের দাম না কমলে গণঅধিকার পরিষদ এর দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে।

প্রোগ্রামের শেষ দিকে সিলেট জেলার ছাত্র লিগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে মটর সাইকেল বহর নিয়ে এসে বাধা প্রধান করা হয়৷ দু’পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির মধ্যে সীমাবদ্ধ থাকে।

এক পর্যায়ে গণঅধিকার পরিষদ তাদের প্রোগ্রাম সংক্ষিপ্ত করে বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x