শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

সন্ত্রাস আর রক্তপাত একমাত্র কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিউজটি শেয়ার করুন

সীমাহীন ব্যর্থতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস আর রক্তপাতকে একমাত্র কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙ্গে ফেলেছে। একদলীয় কর্তৃত্ববাদী শাসন জারী রাখতে গিয়ে গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য সরকারের দমনযন্ত্র নিষ্ঠুরভাবে কাজ করে যাচ্ছে। দেশে কোন মানুষেরই জানমাল, চলাচল ও শান্তিতে বসবাস করার কোন নিরাপত্তা নাই। সীমাহীন ব্যর্থতায় দেউলিয়া সরকার সন্ত্রাস আর রক্তপাতকেই তাদের একমাত্র কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে।’

বিএনপির যুগ্মমহাসচিব ও নরসিংদী জেলা আহবায়ক খায়রুল কবির খোকন এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দায়ের এবং তাদের নরসিংদীর বাসভবনে সুপরিকল্পিতভাবে আওয়ামী দুস্কৃতিকারীরা দুইবার পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশের মতো নরসিংদী শহর এখন সরকারী সন্ত্রাসের অভয়ারণ্য। সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর চলছে সরকারের ছত্রছায়ায় নজীরবিহীন জুলুম। শুধু তাই নয়, সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর নিরবচ্ছিন্নভাবে সহিংস হামলা চালিয়ে এক রক্তাক্ত নগরীতে পরিণত করেছে। আতঙ্কের শহরের নাম এখন নরসিংদী। এক্ষেত্রে পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নির্বিকার থাকছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে সুপরিকল্পিতভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা জনাব খায়রুল কবির খোকন এবং তার সহধর্মিনী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দিয়ে এক অবরুদ্ধ পরিস্থিতি তৈরী করা হয়েছে। বুধবার তাদের নরসিংদীর বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী দুস্কৃতিকারীরা। নরসিংদীতে সরকারী মদদে খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানার নামে দায়েরকৃত অসত্য, বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ তাদের বাড়ী পোড়ানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x