বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

আইন-বিচার বিভাগের বরাদ্দ ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিউজটি শেয়ার করুন

এবারের বাজেটে আইন ও বিচার বিভাগের বরাদ্দ প্রায় ১১ শতাংশ বাড়িয়ে এক হাজার ৯৪২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা গেল অর্থ বছরের সংশোধীত বাজেট থেকে ১৮৯ কোটি টাকা বেশি।

আবার শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালতের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। ১৩ শতাংশ বরাদ্দ বাড়িয়ে এবার সুপ্রিম কোর্টের খরচ ধরা হয়েছে ২৩৭ কোটি টাকা। গেল অর্থ বছরে সংশোধিত বাজেটে ২০৯ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ হয়েছে ১৯৯ কোটি টাকা।

বৃহস্পতিবার চলতি অর্থ বছরের (২০২৩-২৪) বাজেট ঘোষণা করা হয়। জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ নিয়ে টানা পাঁচটি বাজেট ঘোষণা করলেন তিনি। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর এটি ৫২তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা ১৫তম বাজেট।

গেল অর্থ বছর আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯২৩ কোটি টাকা প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে ১৭০ কোটি টাকা কমিয়ে রাখা হয়েছিল এক হাজার ৭৫৩টাকা। এর মধ্যে খরচ হয়েছেএক হাজার ৩৫২ টাকা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x