মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

ঢামেককে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মোমেডস্

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু পরীক্ষার জন্য ৪০০টি কিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে (ঢামেক) দিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান মোমেডস্। আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় ঢামেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কিট হস্তান্তর করা হয়।

মোমেডস্ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। করোনা মহামারীর সংকটকালীন সময়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

মোমেডস্রে প্রতিষ্ঠাতা ও সিইও ইকমাল মোমিন ডেঙ্গু পরীক্ষার কিট ঢামেকের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা মহামারীর সময় মোমেডস্ সুযোগ-সুবিধা কম থাকা দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, নাসাল ক্যানুলা, প্রয়োজনীয় ওষুধ, হুইলচেয়ারসহ অত্যাবশকীয় চিকিৎসা সরঞ্জাম দান করেছিল। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিল।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x