মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র : মিলার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে যেন তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে, শুধু এটাই নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

সোমবার (০২ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন। মিলার বলেন, বাংলাদেশিরা নিজেরাই যা চায়, যুক্তরাষ্ট্রও তা চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মিডিয়া সবাই তাদের এই ইচ্ছা প্রকাশ করেছে যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক– যেমনটা আমরা চাই। আমরা যে ভিসানীতি ঘোষণা করেছি তা এই উদ্দেশ্যেই। এটা বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x