মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

যুদ্ধবিরতি চুক্তি; ৩৩ ফিলিস্তিনি ও ১১ ইসরায়েলির মুক্তি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল ও হামাসের মধ্যকার সমঝোতায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় আরও ৩৩ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করেছে ইসরায়েল। অপরদিকে আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ৩৩ ফিলিস্তিনি বন্দিকে স্থানীয় সময় সোমবার রাতে মুক্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে রয়টার্স বলছে, মুক্তিপ্রাপ্ত এই ৩৩ জনকে নিয়ে বাস এরইমধ্যে পশ্চিম তীরে পৌঁছেছে। এই দিয়ে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনির সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইসরায়েল বলছে, চারদিনের যুদ্ধবিরতির মধ্যে চতুর্থ দিনে ১১ জিম্মিকে মুক্ত করেছে হামাস। এ তথ্য নিশ্চিত করেছে রেড ক্রস। মধ্যস্থতায়  মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মুক্তিপ্রাপ্তরা ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফরাসি নাগরিক এবং দুইজন জার্মান। চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত ৫০ জিম্মিকে মুক্তি দিয়েছে।

অন্যদিকে চলমান হামাস-ইসরায়েলের মধ্যে সমঝোতা আরও দুদিন বেড়েছে। সোমবার কাতার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে নিশ্চিত করেছে। পরে  এ বিষয়ে জানিয়েছে হামাস।

তবে এর আগে ইসরায়েল হুমকি দিয়ে আসছে যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র তারা আবার গাজায় হামলা শুরু করবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x