শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

খেলা দেখালেন ডিপজল: দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৫২

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ আদেশ দেন। এ আদেশের ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালেন কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট হয়। এরপর ২৩ এপ্রিল ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। নিপুন আক্তার ১৭ ভোট কম পেয়ে সাধারণ সম্পাদক পদে পরাজিত হন। ওইদিন ফলাফল ঘোষণার পর ডিপজল ও মিশাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দনও জানান নিপুন। পরে অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের (২০২৪-২৬) ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে গত ১৪ মে রিট করেন তিনি। এ রিটে প্রাথমিক শুনানির পর গত ২০ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। অন্তবর্তী আদেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ অনুসন্ধান করতে সমাজসেবা অধিদফতরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রবিবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল। শুনানির পর নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করা হয়। আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
পরে নিপুনের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা থাকছে না।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x