শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় আদানি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৮

নিউজটি শেয়ার করুন

সরকার চাইলে বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায় আদানি গ্রুপ। গতকাল (বুধবার) আদানি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানায়। বৈঠকটির নেতৃত্ব দেন আদানি এন্টারপ্রাইজের পরিচালক প্রণব আদানি। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে আদানির নতুন বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রণব আদানি বলেন, ’’বাংলাদেশে বিনিয়োগের বহু সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চাই।”

বৈঠকে আদানি এনার্জি সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানাও উপস্থিত ছিলেন। আদানির প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই- ইলাহি, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সাথেও সাক্ষাৎ করেন।

আদানির প্রতিনিধি দলটি বাংলাদেশকে জানায়, তারা নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকতে চান। এছাড়া জাতীয় গ্রিড উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। সেই সাথে সম্প্রতি বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী বিদ্যুৎ খাত পুনরুদ্ধারে যেকোন সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেন, আদানির আরো বিনিয়োগের প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। ইতোমধ্যে তারা বাংলাদেশে বিনিয়োগ (বিদ্যুৎ খাতে) করেছে।

আদানি প্রতিনিধি দলটি মন্ত্রীকে আদানি পাওয়ারের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ৩০ গিগাওয়াটের সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ প্লান্ট (নির্মাণাধীন) পরিদর্শনের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে ভ্রমণ করবেন বলে জানান।

উল্লেখ্য, বর্তমানে আদানি পাওযার ভারতের ঝাড়খন্ডের গোড্ডা পাওয়ার প্লান্টের মাধ্যমে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

 

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x