বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

হারিয়ে যাবে না গ্রাহকের ইন্টারনেট মোবাইল ডেটা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

ত্রিশ জিবি সঙ্গে ৫০০ মিনিটের অপার কিনে অর্ধেক ইন্টারনেট ডেটা এবং মিনিট থেকে যাচ্ছে ব্যবহারকারীর। মেয়াদ শেষ হলে সেই ডেটার আর কোন হদিস থাকে না। এমন হিসেবের দিন শেষ। পরিবর্তন আসতে যাচ্ছে মোবাইল অপারেটরগুলোর ডেটা বিক্রি এবং মেয়াদের ক্ষেত্রে। ইন্টারনেট প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ করে দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল মঙ্গলবার (০৯ নভেম্বর) বিটিআরসিতে এক অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মটি হলো, ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এত দিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হতো। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x