শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে এবার বাইডেনের বৈঠক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক মাস আগে ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনী সামরিক আগ্রাসন শুরু করার পর উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের মধ্যকার বৈঠকে যোগ দিয়েছেন জো বাইডেন। খবর বিবিসির।

শুক্রবার থেকে পোল্যান্ড সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পোল্যান্ডের পেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গেও বৈঠক করেছেন। শনিবার (২৬ মার্চ) ইউক্রেন সংঘাতের বিষয়ে একটি বক্তৃতা দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছেন রুশ সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ।

 

সূত্র: বিবিসি

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x