শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

খুবিতে আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি চুক্তি স্বাক্ষর

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯১

নিউজটি শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রমবিকাশ অব্যাহত রাখতে শার্লি ইসলাম গ্রন্থাগারের ঊর্ধ্বমুখী সম্প্রসারন এবং খানজাহান আলী হলের সংস্কার কাজের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২টায় এ চুক্তি দুটি সই করা হয়।

খুবি’র ‘ফাইন আর্টস ইন্সটিটিউট’ এর ঠিক ডান পাশেই অবস্থিত শার্লি ইসলাম গ্রন্থাগারের ১৮,৭০০ বর্গমিটার আয়তনের ২য় তলা নির্মাণ কাজের চুক্তিমূল্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৪৬৭ টাকা। অন্যদিকে, খানজাহান আলী হলের সংস্কার কাজের চুক্তিমূল্য ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৯৭৬ টাকা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং নির্মাতা প্রতিষ্ঠান এম রহমান এন্ড কোম্পানির পক্ষ থেকে মোঃ মিজানুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে এই নির্মাণ ও সংস্কারের কাজ পরিপূর্ণ হবে।

উল্লেখ্য, গত ৯ই সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট আইইআর ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x