বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

দীপাবলি বর্জনের ডাক দিলেন পূজা উদযাপন পরিষদ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজ। তবে দুর্গাপূজা চলাকালে এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আজ সকাল ৬টা ৩৩ মিনিটে আমাবস্যা তিথি শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার ভোররাত ৩টা ১৪ মিনিটে আমাবস্যা শেষ হবে। এর আগেই কালীপূজা এবং পূজার পুষ্পাঞ্জলি প্রদান ও হোম অনুষ্ঠিত হবে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান এবং তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজার এলাকার বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x