শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ায় আতঙ্কে ভূমিহীন ১৫ পরিবার 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫০

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ার চৌড়হাস ঈদগাহ পশ্চিম পাড়া জিকে প্রকল্পের ১৩ নং ব্রীজ সংলগ্ন সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা দোকান নির্মাণ ও ১৫ ভূমিহীন পরিবার উচ্ছেদ করে স্টিল কারখানা গড়ে তোলার পায়তারা করছে একটি ভূমিদস‍্যূচক্র।
স্থানীয়দের ভাষ‍্যমতে , কয়েক মাস পূর্বে একই এলাকার মতিউর রহমানের  জমি কিনেন কুষ্টিয়া থানা পাড়ার কসবা ইঞ্জিনিয়ারিংয়ের সত্বাধিকারী জনৈক হাজী কাউসার আলী। নিজের জমিতে বালু ভরাট করার নামে সরকারি জমি দখল করছেন এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের জমি বালু দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন। তার জমির সামনের পজিশনে সরকারি জমিতে দীর্ঘ ৩০/৪০ বছর ধরে বসবাসকারী ১৫ পরিবারের সদস‍্যরা বিপাকে পড়েছেন। তারা হলেন- আব্দুস সাত্তার, চা বিক্রেতা আনসার, হক আলী, লিয়াকত ,কাশেম,শহীদ,ফজল,মরজিম,তাহের প্রমূখ।
এসকল ভূমিহীন পরিবারের সদস‍্য কে বাড়ী স্থানান্তর করতে চাপ দিচ্ছেন কাউসার হাজী। এমটাই অভিযোগ তাদের। বসতভিটা হারানোর আতঙ্ক তাদের কুরে কুরে খাচ্ছে। প্রতিবাদ করায় মারধোরের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন জাম্বিয়া খাতুন নামে একজন। কাউসার হাজীর ইন্ধনে সানোয়ার ড্রাইভার পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ ভাবে দোকান নির্মাণ করেছেন। ভুক্তভোগী হক আলী নামে এক ভূমিহীন জানান, শনিবার রাতের যেকোন এক সময়  বিদ‍্যূতের খুঁটিতে কে বা কারা সিল-স্বাক্ষরহীন ভূয়া উচ্ছেদ নোটিশ টাঙ্গিয়ে রাখে। কোন নোটিশ জারি করা হয়নি বলে ১৫ ভূমিহীন পরিবার কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে গিয়ে জনৈক কাউসার আলী কে দেখতে পাননি এবং যোগাযোগ করার জন‍্য কাউসার আলীর পূর্ণাঙ্গ ঠিকানা দিতে পারেন নি ভুক্তভোগীরা। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ভূমিদস‍্যূর চক্রের ব‍্যপারে  অনুসন্ধান চলছে। সহায়-সম্বলহীন ১৫ পরিবারের একটু আশ্রয় মিলবে কি? সবাই এখন তাকিয়ে আছে কুষ্টিয়া মানবিক জেলা প্রশাসকের বিচারের উপর। এ ব্যাপারে আরও বিস্তারিত প্রতিবেদন থাকবে পরের সংবাদে।
এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x