মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপিত রামগড়ে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক অভিবাসী দিবস (১৮ ডিসেম্বর) শনিবার  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে দেশব‍্যাপী। শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা প্রতিপাদ্যে নিয়ে  জাতীয় এই অনুষ্ঠান  সকাল সাড়ে ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা,
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত  থেকে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী,উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার উদ্দিন,উপজেলা আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, আনসার ভিডিপি,কর্মকর্তা আবুল কালাম আজাদ,সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মোঃমাসুদ রানা
বক্তারা এই সময়  বলেন, ‘শ্রম-অভিবাসন বিশ্বব্যাপী উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে, আমাদের অভিবাসী কর্মীরা দেশের জন্য আয় করছেন বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। অপরদিকে, দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তারা দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অভিবাসী কর্মীরা বিশেষ অবদান রাখছেন।’বক্ততারা আরো  বলেন, ‘সরকার অভিবাসন ব্যবস্থায় সুশাসন, গুণগত মানসম্পন্ন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
এছাড়াও সভায়  রামগড় উপজেলার সরকারি -বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর এ দিনটিকে বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীর স্বার্থ,সংশ্লিষ্ট বিষয়াদি ঘিরেই এ দিবসের উৎপত্তি,১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে।
এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x