শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

অবৈধভাবে পাহাড় ও টপসয়েল মাটি কাঁটার দায়ে ১ জনকে জরিমানা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড নজিরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাঁটার দায়ে জসিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার আনুমানিক সন্ধা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড নজিরটিলা গ্রামের মোঃ আবদুল হকের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জসিম উদ্দিনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের জেলের আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার সাংবাদিকদের বলেন , পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
ভ্রাম‍্যমাণ অভিযান পরিচালনার সময় রামগড় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x