শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে স্কুলে ৩ শিক্ষার্থী নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মিশিগানের অক্সফোর্ডের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। সিএনএন এর খবরে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে তিন ছাত্র মারা ও আটজন আহত হওয়ার পর ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাব সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। নিহতরা অক্সফোর্ড স্কুলের ১৬ বছর বয়সী এক ছেলে শিক্ষার্থী, ১৪ ও ১৭ বছর বয়সী দু’জন মেয়ে শিক্ষার্থী।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ আটজনের মধ্যে একজন শিক্ষক বলে মনে করা হচ্ছে। আটজন আহতের মধ্যে বর্তমানে দুজনের অস্ত্রোপচার চলছে এবং বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x