শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মূলহোতা মহিবুলকে গ্রেফতার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৫

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিষ্ট্রেশনের ঘটনায় মূলহোতা এবং জমি ক্রয়ের বিনিয়োগকারী মহিবুল ইসলামকে আজ বিকেল ৪ ঘটিকার সময় আটক করেছে পুলিশ। এতথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

আটককৃত মহিবুল ইসলাম কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের গোয়ালদহ গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে ও বড়বাজারের হার্ডওয়ার ব্যবসসায়ী। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিষ্ট্রেশনের ঘটনায় মিডিয়াতে প্রচার হয়। অনুসন্ধানে বের হয়ে আসে এই চক্রের বিনিয়োগকারী কুষ্টিয়া শহরের বড়বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মহিবুল ইসলাম। সংবাদ প্রচারের পর পলতাক এই প্রতারককে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক দল।

এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বিক্রির চেষ্টা করে প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x