শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় যাত্রিকে মারধর

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৯

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায় সোমবার (১৪ ই  সেপ্টেম্বর) মোঃ বাদল আকন (৩৭) পিং সুলতান আকন (২ সেপ্টেম্বর) রাত ৮.৩০ ঘটিকার সময় সুবিদখালী হইতে রানার অটোরিক্সায় বাড়ির উদ্দেশ্যে (মজিদবাড়িয়া) রওনা হয় ও গাড়িতে থাকা একটি ছোট বাচ্চার কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করলে অভিযুক্ত রানা (২৮) ও তার সাথে থাকা হিরু খান (৩০)এর সাথে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির এ পর্যায়ে অভিযুক্তরা অসুস্থ যাত্রী বাদল আকনকে বেধরক মারপিট করেন এবং তার সাথে থাকা ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেন।

বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য দুই পক্ষ একমত হলে শালিশগন (৩ সেপ্টেম্বর) বৈঠকে সকলের বক্তব্য শোনেন ও সালিশগন অভিযুক্তকে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং অভিযুক্তরা দোষ স্বীকার করে তা মেনে নেন। পরবর্তীতে (১১ সেপ্টেম্বর) উক্ত টাকা পরিশোধ করার কথা থাকলেও অভিযুক্তরা  টাকা দিবে না বলেন। এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করা।

মির্জাগঞ্জ থানার  উপ পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x