শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

নান্দাইলে পেটের ব্যথা সইতে না পেরে বিষ পানে আত্নহত্যা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৭

নিউজটি শেয়ার করুন

কৃষক তাইজুল ইসলাম দরিদ্র পরিবারের যার জন্ম। দীর্ঘ দিন ধরে কৃষক তাইজুল পেটের ব্যাথায় ভুগছে। টাকা অভাবে সময়মত চিকিৎসা না নেওয়ায় ব্যাথা বেড়ে যায়। পেটের ব্যাথায় অস্থির তাইজুল ব্যাথার জ্বালা সইতে না পেরে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লা গ্রামে। জানা যায় রবিবার (২০ সেপ্টম্বর) রাতে বিষপান করে তাইজুল ইসলাম।

এলাকাবাসী জানান, হতদরিদ্র তাজুল দীর্ঘদিন যাবত পেটের ব্যাথা জ্বালা ভোগ করে আসছে। এমন অবস্থায় গত রাতে পেটে প্রচন্ড ব্যাথা অনুভব হয়, এক পর্যায়ে ব্যাথার জ্বালায় অতিষ্ট হয়ে ঘরে থাকা ধান ক্ষেতের পোকা ধমনের এগফস (৪৮ইসি) ১০০ মিলি বোতলের সম্পূর্ণ পান করে।

বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন নান্দাইল হাসাপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্য ঘটে। পারিবারিক ভাবে জানানো হয় তিনি পেটের ব্যাথা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন।নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x