শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ১০৮

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পণ্য ক্রয়ে প্রতারণার হাত থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার ২০০৯ সালে বহুল প্রতীক্ষিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেছে। এ আইনের ফলে কোনো ভোক্তা পণ্য ক্রয়ে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, মূল্যসহ কোনো বিষয়ে প্রতারিত হলে তার প্রতিকার পেয়ে থাকেন। অথচ দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই গুরুত্বপূর্ণ আইনটি সম্পর্কে অবগত নয়। এমনকি শিক্ষিত সমাজের উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তির মধ্যেও এই আইন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়ছল চৌধুরী,মৎস্য কর্মকর্তা আসাদ ফরিদুল হক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,যুগ্ন সম্পাদক আলমগীর কবীর ও মিজানুর রহমান প্রমুখ।

সেমিনারে ভোক্তার অধিকার বাস্তবায়নে করনীয় সম্পর্কে বক্তারা আলোচনা করেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x