শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৪

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘূষ দাবী ও জমি নিলামে উঠানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কুষ্টিয়া সদর উপজেলার আস্থা নগর গ্রামের মোঃ আব্দুল গনি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। অভিযোগে আব্দুল গনি উল্লেখ করেন, বিভিন্ন অভাব-অনটনের কারণে তার পুত্র জিয়াউর রহমান বাচ্চুর দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তির খাজনা দিতে বিলম্ব হয় । তিনি গত ৩০-০৯-২০২ ইং তারিখে বেলা ১০:৩০ ঘটিকার সময় বকেয়া খাজনা প্রদান করতে গেলে ঝাউদিয়া ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ মাহফুজা আফরোজ বলেন খাজনা প্রদান করিতে হইলে প্রত্যেক খতিয়ানে প্রতি ৩০০০ (তিন হাজার) টাকা করে ঘুষ প্রদান করতে হবে। মোঃ আব্দুল গণি ঘুষ প্রদান করতে অস্বীকৃতি জ্ঞাপন করলে ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ আফরোজ তাকে অকথ্য ভাষায় গালাগালি করে অফিস থেকে বের করে দেয় । অফিস থেকে বের করে দেওয়ার সময় ভূমি কর্মকর্তা মোছাঃ মাহফুজা আফরোজ উক্ত জমি নিলামে উঠাবেন বলে হুমকি দেন । এলাকা সূত্রে জানা যায়, ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ আফরোজ নিযোগের পর থেকে টাকা ছাড়া ভুমি অফিসে কোন কাজ হয় না । এই ভূমি সহকারী কর্মকর্তার কাছে এলাকার মানুষ অসহায় । তার বেপরোয়া আচরণের কারণে তার প্রতি এলাকার জনসাধারণ ক্ষিপ্ত। তাকে বিচারের আওতায় আনা হোক বলে এলাকাবাসী দাবী জানান । আব্দুল গনি সাথে যোগাযোগ করলে তিনি বলেন ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ মাহফুজা আফরোজ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইন আনুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ডিসি মহোদয়ের নিকট গত ০১-১০-২০২০ ইং একটি লিখিত আরজি করেছেন। তিনি মোছাঃ মাহফুজা আফরোজ কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । এই বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ মাহফুজা আফরোজ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নাই ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x