শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

মাধবপুরে ভোক্তা অধিকারের ভেজালবিরোধী অভিযান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১০৬

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভেজালবিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার মনতলাবাজারে মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনতলাবাজারে চালের দোকান ইসলাম ট্রেডার্সকে ৫০ কেজির প্রতি বস্তায় অতিরিক্ত ১৫০ টাকা বেশি আদায়ের দায় ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে প্রমোধ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, সুধা মেডিকেল হলকে ৩ হাজার, হাবিবা কসমেটিকসকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শুরু হলে মনতলাবাজারের অধিকাংশ ওষুধ ব্যবসায়ী ও মুদি ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে চলে যান।

অভিযান চালানোয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের প্রশংসা করেছেন এলাকাবাসী। হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবনাথ সিনহার নেতৃত্বে ভেজালবিরোধী ওই অভিযানে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপসহকারী পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

অভিযান শেষে দেবনাথ সিনহা হ্যান্ডমাইকে মনতলাবাজার ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালান।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x