শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

শাহজাহানপুর ইউনিয়নের,উপ নির্বাচনে নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন খাঁনের বিজয় লাভ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৭৬

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নে মঙ্গলবার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বাবুল হোসেন খাঁন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রাপ্ত ভোট ৭৩০৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত পারভেজ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৪১ভোট। স্বতন্ত্র প্রার্থী আলফাজ মিয়া সিএনজি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২৫০ ভোট।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোটার উপস্থিতি ছিল ৬৫.২০%।

শাহজাহানপুর ইউনিয়নে ৯টি ওর্য়াডে মোট ভোটার ২৪ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৬৩জন ও নারী ভোটার ১২ হাজার ১৮৪জন। ভোটাররা মোট ৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা পেয়েছি। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোন অভিযোগ ছিল না।

মাধবপুর থানার অফিসার ইনসার্জ মোঃ ইকবাল হোসেন জানান, উপনির্বাচন সুষ্ঠুও নিরপেক্ষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বজায় রাখতে মোবাইল টিমের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল

উল্লেখ্য, গত ২৯ জুন ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x