শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা: নিহত অন্তত ৬৮ জন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

ইকুয়েডরের কারাগারগুলোতে সংশোধনের বদলে অপরাধীদের মধ্যে যেনো এক অভ্যান্তরীণ ক্ষমতার লড়াই। কয়েকটি গ্রুপে তাদের অবস্থান। সামান্য বিষয় নিয়েই জড়িয়ে পড়ে দাঙ্গা হাঙ্গামায়। এতে নিহতের সংখ্যাও দিন দিন বাড়ছে। এবার দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দি নিহত হয়েছেন।

জানা যায়, স্থানীয় সময় গত শুক্রবার এই দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত সেপ্টেম্বর মাসের শেষে ইকুয়েডরের ওই একই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। বন্দিদের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দের জের ধরে প্রাণঘাতী ওই দাঙ্গা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সহিংস দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x