শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

চরাঞ্চলের অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৭৭

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চরকাটারী ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আইয়ুব আলী বলেন, চরাঞ্চলের অসহায় মানুষের ভাগ্য উন্নয়ন সহ নদী ভাঙ্গন কবলিত দুস্থ মানুষের পাশে থেকে একযোগে কাজ করে যাব।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আগামি ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে চরকাটারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোঃ আইয়ুব আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার চরাঞ্চল চরকাটারী ইউনিয়নে এই মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী মোঃ আইয়ুব আলীর সাথে এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকাবাসি ।

আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আইয়ুব আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউপি নির্বাচনে তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ইউনিয়নের গরীব দুঃখী মানুষের পাশে থাকবো, মাদকমুক্ত সমাজ গোড়ব, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব, শিক্ষার উন্নয়ন সহ রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙ্গন কবলিত এলাকার দুস্থ মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় তিনি এলাকা বাসীর কাছে আনারস মার্কার ভোট প্রার্থনা করেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x