শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই: আব্দুর রহিম

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২০৩

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বাচামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী আব্দুর রহিম মোল্লা বলেন, ইউনিয়নের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সহ ওয়ার্ডের মানুষের ভাগ্য উন্নয়নে পাশে থেকে কাজ করে যাব। নদী ভাঙ্গন থেকে এলাকা বাসীকে রক্ষা করব।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আগামি ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে বাচামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুর রহিম মোল্লার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি ) সকালে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে প্রার্থীর সাথে এসময় উপস্থিত ছিলেন, সমর্থক ও স্থানীয় এলাকাবাসি।

মতবিনিময় সভায় তালা মার্কার প্রার্থী আব্দুর রহিম মোল্লা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউপি নির্বাচনে তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ইউনিয়নের গরীব দুঃখী মানুষের পাশে থাকবো, মাদকমুক্ত সমাজ গোড়ব, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব, শিক্ষার উন্নয়ন,রাস্তাঘাট নির্মাণ সহ এলাকার দুস্থ-অসহায় মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি এলাকা বাসীর কাছে তালা মার্কার ভোট প্রার্থনা করেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x