শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

মাধবপুরে নৌকা তিন প্রার্থীসহ ২৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থীসহ ২৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার এগারটি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিয়ম অনুযায়ী কোন প্রার্থী যদি কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পায় তাহলে তারা জামানত বাজেয়াপ্ত হয়।

মাধবপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে যারা জামানত হারিয়েছে তারা হলেন- ১নং ধর্মঘর ইউনিয়নে সাইফুর রহমান, তার প্রাপ্ত ভোট ৯৫। ২নং চৌমুহনী ইউনিয়নে সৈয়দ আমানউল্লাহ ভোট পেয়েছেন ১ হাজার ৭টি। ৩নং বহরা ইউনিয়নে শাহ মো. আল আমিন পেয়েছে ৯০ ভোট। ৪নং আদাঐর ইউনিয়নে জামানত হারানো মো. আশেক মিয়া পেয়েছেন ৫৪৭ ভোট, মো. আল আমিন ৩৬২ ভোট ও চকদা মামুন মাহমুদ পান ৪৮ ভোট। ৫নং আন্দিউড়া ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হওয়া আলফাজ আলী পান ১৪২ ভোট ও এখলাসুর রহমান সিরাজী ৩২১ ভোট। ৬নং শাহজাহাপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ পেয়েছেন ১ হাজার ৫৩৮ ভোট।

৭নং জগদিশপুর ইউনিয়নে শেখ আব্দুল জলিল মনুর প্রাপ্ত ভোট ৯৪০ ও নাছির উদ্দিন খানের প্রাপ্ত ভোট ৩৯৯। ৮নং বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. সামীমুর রহমান ভোট পান ১ হাজার ৭৫টি। ৯নং নোয়াপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম ১ হাজার ২৫৪ ভোট পেয়ে জামানত হারান। আজিজুর রহমান ৮৩ ভোট ও সৈয়দ আদেল আহমেদ প্রিন্স ১২০ পেয়ে জামানত হারান।১০নং ছাতিয়াইন ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে বেশি।

ওই ইউনিয়নে যারা জামানত হারিয়েছেন, তারা হলেন- একেএম বায়েজিদ বোস্তামী ১ হাজার ৫৪৯ ভোট পান, জিয়াউর রহমান ৭৬৮ ভোট, মো. সানিউর রহমান মানিক ৭৪ ভোট, রোকন মিয়া ৫২ ভোট ও মহিবুর রহমান ২০২ ভোট পান। ১১নং বাঘাসুরা ইউনিয়নে আওমামী লীগের প্রার্থী মো. এখলাছ মিয়া পান ১ হাজার ৮৬৯ ভোট ও জাপার কামরুজ্জান ১ হাজার ২৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x