মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

মানিকগঞ্জে কুলবড়ই চাষে লাভবান জসিম মিয়া

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জের দৌলতপুরে কুল বড়ই পরিচর্যায় ব্যস্ত জসিম মিয়া, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জসিম মিয়া বলেন- কুল বড়ই চাহিদা আমাদের দেশে অনেক । কুল বড়ই চাষ অন্যান্য ফলের চেয়ে খরচ ও খাটুনি দুটোই কম। আমার কুল বড়ই,আপেল বড়ই,লম্বা বড়ই এলাকায় বিভিন্ন বাজারে বিক্রি হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামের বড়ই চাষি জসিম মিয়া (৩০) জানান, চলতি মৌসুমে তিনি বড়ই চাষ করেছেন ২ বিঘা জমিতে। সরেজমিনে তাকে বড়ই বাগানে লোকজন নিয়ে কাজ করতে দেখা যায়। তিনি বলেন এ পর্যন্ত দুই লক্ষ টাকার কুল বড়ই বিক্রি করেছি আশা করছি আরও দু লক্ষ টাকার বড়ই বিক্রি করব।

কৃষি বিভাগ বলছে, মানিকগঞ্জের মাটি ফল চাষের উপযোগী। এখানকার মাটি উর্বর ও পলিমাখা। তাই ফল চাষে বেকার যুবকরা উদ্বুদ্ধ হচ্ছে।

বাগান মালিক জসিম মিয়া বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে কুল বড়ই চাষে লাভবান ও স্বাবলম্বী হওয়া যায় । পরে তিনি বাগানের পক্ষ থেকে সাংবাদিকদের কুল বড়ই উপহার দেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x