শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী বাংলায় মাঘের শুরুতে শৈত প্রবাহ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

উত্তরের পঞ্চগড় তেতুলিয়া উপজেলা এমনিতে শীত প্রবণ কিন্তু গত কয় দিন থেকে শৈত প্রবাহ শুরু হয়েছে । সে সাথে দিন দিন তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়েছে।বাংলার মাঘ মাসের শুরুতে হাড় কাঁপানো শীত ও শৈত প্রবাহ বয়ে চলছে– গত ১ মাসে এ জেলায় ৬ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়েছে। সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াসের বিরাজ করছে।এব্যাপারে আবহাওয়া অফিস বলছেন, তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রবিবার ৩০ জানুয়ারি আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।এতে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস শীত পড়েছে বলে জানান, যা সকাল বেলা ১১টার সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানায়।

আবহাওয়া অফিস জানান, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এবং জিতেন্দ্র রায় বলেন, টানা গত ২০দিন থেকে-দেশের মধ্যে সর্বনিম্ন থাকার পর একদিন বিরতি হীন ভাবে হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে এই কর্মকর্তা সতর্কতা করে আরো জানান।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x