শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনা মোকাবেলায় আদিবাসী ও হতদরিদ্রদের পরিবারে জরুরী আর্থিক সহায়তা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ মোকাবেলায় উপকারভোগী আদিবাসী-দলিত ও হতদরিদ্র পরিবারের মাঝে জরুরী আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ইএসডিও’র আয়োজনে ও হেকস ইপারের সহায়তায় ১২ই নভেম্বর বৃহস্পতিবার ইএসডিও’র সদর উপজেলা শাখা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্রকল্প সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকীন, উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ।

এ সময় আদিবাসী-দলিত ও মূলস্রোতধারার ১ হাজার ২৩৫ হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০৮টিকে ১ হাজার করে এবং ৭২৭টি পরিবারকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x