শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের লাইটিংগের কাজ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জ;সরকার সারা দেশে হাইটেক পার্ক নির্মাণের কাজ হাতে নিয়েছে। ইতিমধ্যে দুইটি পার্ক পুরোপুরি চালু হয়ে গেছে। সিলেটের কোম্পানীগঞ্জের বর্ণি গ্রামে ১৬২ দশমিক ৮৩ একর জায়গায় নির্মিত হচ্ছে পিপিপি মডেল বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। জানা যায় এখানে বিশেষায়িত ইলেকট্রনিক সিটি গড়ে তুলা হবে।বিশেষ সূত্রে জানা যায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে এবং এই মডেল পার্কে বিশ্ব মানের বিনিয়োগ সৃষ্টি করা হবে। যেথায় প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

আজ ১৬ই অক্টোবর হাইটেক পার্ক পরিদর্শন করতে গেলে দেখা যায় গেস্ট হাউজ, আইটি বিজনেস সেন্টার, আইটিলিটি ভবনের কাজ প্রায় শেষের দিকে এবং সারা পার্ক জুড়ে লাইটিংয়ের কাজ প্রায় ৯০ভাগই সম্পন্ন হয়ে গেছে। লাইটিংগের ব্যাপারে জানতে চাইলে এডেক্স গ্রুপ অব কোম্পানী ইলেকটিকেল ইন্জিনিয়ার আবু রাফাত বলেন আমি লাইটিংগের কাজের দায়িত্বে আছি।সারা পার্ক জুড়ে জরীপে ১৯৫টি ল্যামপোস্টে ২১৫ টি লাইটের ব্যাবস্তা করা হয়েছে।তন্মধ্যে আমরা ১৮০টার মতো লাইক বসিয়ে পার্ককে আলোকিত করার ব্যবস্তা করে দিয়েছি।ইনশাআল্লাহ আগামী ২০ই অক্টোবরের ভিতরে আমাদের লাইটিংগের কাজটা সম্পন্ন হয়ে যাবে।লাইটিং কাজ সম্পন্ন করার জন্য এডেক্স গ্রুপের সাথে কাজ করছেন ইলেকটিকেল ইন্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমদ ও ইলেকট্রিশিয়ান তারেক আহমেদ। এখানে অবস্থানরত দর্শনার্থী ও স্তানীয়দের বক্তব্য লাইটিং করলে রাতের আধারে ওনেক সুন্দর দেখাবে পার্ককে। ঐখানে কর্মরত বিভিন্ন চাকরিজীবীদের বক্তব্য হলো এই যে লাইটিংগের কাজ সম্পন্ন হলে রাতের বেলায় ও কাজ করা যাবে ও আমরা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবো এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। তাই যেন দ্রুত লাইটিং এর কাজ সম্পন্ন করা হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x