বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

এবার বশেমুরবিপ্রবিতে লাখ টাকার চেক চুরি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

নিউজটি শেয়ার করুন


গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চুরির স্রোত যেনো বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার চুরি ও স্যানিটারি মালামাল চুরির রেশ কাটতে না কাটতেই নতুন এক চুরির ঘটনা ঘটে গেলো।

গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাউন্টের চেক চুরি করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আড়াই লক্ষ টাকা চুরি হয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, “গত ০৩ নভেম্বর(মঙ্গলবার) বিভাগের একাউন্টের চেক চুরি করে স্বাক্ষর জালিয়াতি করে আড়াই লক্ষ টাকা উত্তোলন করা হয়। তবে টাকা উত্তোলনের পর মোবাইলে এসএমএস আসলে চুরির বিষয়টি বুঝতে পারি এবং সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।”

তিনি আরও বলেন, “প্রশাসনের সহযোগীতায় সন্দেহভাজন ব্যক্তিকে ৪ নভেম্বর চিঠি প্রদান করা হয়। যার ফলে সন্দেহভাজন ব্যক্তি ঐদিন দেড় লক্ষ টাকা ফিরিয়ে দেন এবং কিছুদিনের মধ্যে বাকি এক লক্ষ টাকা ফেরত দিবেন বলে স্বীকারোক্তি দেন।”

গত ৯ নভেম্বর (সোমবার) সন্দেহভাজন ব্যক্তির থেকে বাকি এক লক্ষ টাকা ফেরত পাওয়া গেছে বলে জানা যায়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x