বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১০ অপরাহ্ন

তবে কি টাইগারদের অপ্রাপ্তির সমাপ্তি!!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়া টাইগাররা তবে কি অপ্রাপ্তি নিয়ে বিশ্বকাপের সমাপ্তি করবে। নাকি শেষের আলোয় ‍উদ্ভাসিত করে আবারো আশার আলো জাগাবে টাইগার সমর্থকদের। জয় না আসার পাশাপাশি একের পর এক তারকা প্লেয়ারের ইনজুরি ভাবাচ্ছে টাইগার সমর্থকদের। তবু স্বপ্ন দেখে সবাই।

সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ দল আজ মঙ্গলবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মানের লড়াই। লড়াই হারানো আত্মব্শ্বিাস ফিরে পাওয়ারও। সব হারানোর পর একটা কিছু একটা করতে মরিয়া দল। জয়ের খাতা খুলতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মানের লড়াই। লড়াই হারানো আত্মব্শ্বিাস ফিরে পাওয়ারও। সব হারানোর পর একটা কিছু একটা করতে মরিয়া দল। জয়ের খাতা খুলতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সেই হারের বৃত্ত থেকে এবার বেরিয়ে আসতে চায় বাংলাদেশ দল। একটা জয়ের জন্য মুখিয়ে সবাই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো জানিয়ে দিলেন, ‘আমরা তো সব ম্যাচই জিততে চাই, জানি যে জয়ের তাড়নাটা অনেক সেই সঙ্গে হারলে হাতাশাটাও অনেক। আমাদের ফোকাসটা হলো ওই ব্যাপারটায়, যে পথে এগিয়ে আমরা জয়টা পেতে পারি। আমরা সবাই জেতার চেষ্টা করছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটাতে একাদশেও পরিবর্তন আসছে। সঙ্গতভাবেই বিকল্প খুঁজতে হচ্ছে সাকিব আল হাসানের। ইনজুরিতে যিনি ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বিশ্বকাপে অভিষেক হয়ে যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরিতে কপাল খুলছে চাঁদপুরের এই তরুণের। সাকিবের জায়গায় মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে তার থাকার খবরটি নিশ্চিত করেছেন কোচ ডমিঙ্গো।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x